
নিয়োগ দুর্নীতিতে ‘কালীঘাটের কাকু’র পর এবার কুন্তলের মুখে ‘রহস্যময়ী নারী’!
নিয়োগ দুর্নীতিতে এবার উঠে আরও এক নাম। কালীঘাটের কাকুর পর এবার কুন্তলের মুখে রহস্যময়ী নারী। এদিন কুন্তল আদালত থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমে বলেন, যা জানে এই রহস্যময়ী নারী জানে? সাংবাদিকরা এ ব্যাপারে জিজ্ঞাসা করলে বলেন, রহস্যময়ী নারী হলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। গোপাল ও তাঁর স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে সব টাকা রয়েছে। তিনি সব জানেন। তদন্ত ঘোরানোর জন্য এসব করা হচ্ছে।