
পুণেতে আগামীকাল থেকে ১২ ঘণ্টার কার্ফু, ৭ দিন বন্ধ থাকছে ধর্মীয় স্থান, হোটেল, বার, শপিং মল, সিনেমা হল
মিনি লকডাউনের পথে পুনে
আগামীকাল ৩ এপ্রিল শনিবার থেকে পুণেতে সময়সীমা বদলাচ্ছে রাত্রিকালীন কার্ফুর। শুক্রবার পুণের কোভিড পরিস্থিতি পর্যালোচনার এক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার থেকে আগামী ৭ দিন সন্ধ্যে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাত্রিকালীন কার্ফু জারি হবে। এর আগে রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই কার্ফু জারি ছিলো। এদিনের বৈঠকের পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানিয়েছেন, এছাড়াও বন্ধ থাকবে সমস্ত রেস্টুরেন্ট, বার, মল এবং ধর্মীয় প্রতিষ্ঠান। শুধুমাত্র খাবার পার্সেল ও ডেলিভারি করা যাবে রাত ১০টা পর্যন্ত। আগামী শুক্রবার ফের পরিস্থিতি পর্যালোচনা করে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনিক সূত্রে আরও জানানো হয়েছে, এই সময় কোনো সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে না। শবযাত্রায় সর্বাধিক ২০ জন অংশ নিতে পারবেন এবং বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষ অংশ নিতে পারবেন না। অন্যদিকে আজই রাত সাড়ে ৮টায় রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রবাসীর উদ্দেশ্যে এক ভাষণ দেবেন। এর আগে বিকেল সাড়ে চারটেয় রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তাঁর মিলিত হবার কথা।
এক নজরে দেখে নিন কী কী বন্ধ থাকবে –
সন্ধ্যা ৬ টা থেকে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, বার, হোটেল, শপিং মল এবং সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ খাবারের হোম ডেলিভারি, ওষুধ এবং অত্য়াবশ্য়কীয় পণ্য় সামগ্রীর দোকান খোলা থাকবে ৷