আজ থেকে খুলে গেল রাজ্যের সব স্কুল

আজ থেকে খুলে গেল স্কুল। কাটল দীর্ঘ গরমের ছুটি। নামছে বৃষ্টি। গরম কমেছে অনেকটাই। তারপরেই খুলেছে রাজ্যের সমস্ত স্কুল। বিদ্যালয় গুলি আবার ভরে উঠেছে উৎসাহী পড়ুয়ায়। খুশি শিক্ষকমহল থেকে শিক্ষাকর্মী ও অভিভাবকরাও। দীর্ঘ ২ মাস গরমের জন্য বন্ধ ছিল স্কুল গুলি। তবে আবহাওয়া এখন বদলেছে অনেকটাই। তারপরে স্কুল খোলায়। আবার শুরু হয়েছে পাঠদান পর্ব। তবে এদিন রাজ্যের বিভিন্ন স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল সামান্য কম। আগামিকাল মঙ্গলবার স্কুলে স্কুলে উপ্সথিতির হার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

error: Content is protected !!