আরজিকর হাসপাতালে এবার হাতের শিরা কেটে নার্সিং ছাত্রীর আত্মহত্যার চেষ্টা!
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনার রেশ এখনও সম্পূর্ণ কাটেনি। আর তার মধ্যেই আবার খবরে উঠে এল আরজি কর হাসপাতাল। গতকাল মাঝরাতে হাতের শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করলেন আরজি কর হাসপাতালের এক নার্সিং ছাত্রী। এই ঘটনা চাউর হতেই তুমুল আলোড়ন পনে গিয়েছে। কেন আত্মহত্যার চেষ্টা করলেন ওই নার্সিং ছাত্রী? এই প্রশ্নের উত্তর জানতে জোরদার তদন্ত শুরু হয়েছে। উত্তর খুঁজছে সকলেই। এদিকে ওই নার্সিং ছাত্রী হাতের শিরা কেটে ফেলায় রক্তাক্ত হয়ে ওঠে আরজি কর হাসপাতাল চত্বর। পরিস্থিতি বেগতিক হওয়ায় ওই রক্তাক্ত অবস্থায় নার্সিং ছাত্রীকে উদ্ধার করে ভর্তি করা হয় ট্রমা কেয়ারে। আরজি কর হাসপাতাল সূত্রে খবর, রুমমেটের সঙ্গে ওই নার্সিং ছাত্রীর ঝগড়া হয়। তখন ওই মহিলা রুমমেট কিছু গোপন কথা শুনিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। আর তার জেরেই এই আত্মহত্যার চেষ্টা বলে অভিযোগ। একই ঘরে দু’জন থাকলে পরস্পরের কথা জেনেই যায়। সেটাই মুখের উপর বলে দেওয়ায় এমন কড়া সিদ্ধান্ত নিয়েছিলেন ওই নার্সিং ছাত্রী বলে অভিযোগ। তবে আসলে কী ঘটেছে সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিষয়টি এখন জানার চেষ্টা করছেন পুলিশের তদন্তকারীরা। পুলিশকে এই ঘটনা জানানো হয়েছে। আরজি কর হাসপাতালের পক্ষ থেকে এই ঘটনার কথা জানানো হয় পুলিশকে। পুলিশের মহিলা সেল ওই নার্সিং ছাত্রীর সঙ্গে কথা বলে আসল তথ্য বের করার চেষ্টা করছেন। এখন আগের থেকে ভাল আছেন ওই নার্সিং ছাত্রী। বিপদ কেটে গিয়েছে। তবে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে ওই নার্সিং ছাত্রীকে বলে হাসপাতাল সূত্রে খবর। শনিবার মাঝরাতে আরজি কর হাসপাতালে আত্মহত্যার চেষ্টা করেন তৃতীয় বর্ষের নার্সিং পড়ুয়া। তাঁর নাম বুল্টি গড়াই। তিনি পুরুলিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। কলেজ কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে। সোমবার নার্সিং ছাত্রীর রুমমেটকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সূত্রের খবর, ওই নার্সিং ছাত্রীর কিছু গোপন কথা জেনে ফেলেন রুমমেট। আর ওই নার্সিং ছাত্রীও ওই রুমমেটের জীবন নিয়ে নানা তথ্য জোগাড় করে ফেলেন। আর এই দুটো বিষয়ই পরস্পর জেনে ফেলায় এক ঝগড়ায় একে অপরকে শুনিয়ে দেয়। তখন থেকেই ওই নার্সিং ছাত্রীর সঙ্গে তাঁর রুমমেটের ঠাণ্ডা লড়াই চলছিল। এরপর শুরু হয় বুল্টি রাতে আলো জ্বালিয়ে পড়লে ঘুমের অসুবিধা হচ্ছে। এই তথ্য তুলে ধরা হয়। এটা নিয়ে অশান্তি শুরু হয়। বুল্টি কলেজ কর্তৃপক্ষকে নালিশ করেন। কিন্তু তাতে সাড়া মেলেনি। তার জেরে অবসাদে ডুবে যান নার্সিং ছাত্রী। তবে তদন্তে উঠে আসবে আসলে কী ঘটেছিল।