মহালয়ার দিন নির্যাতিতার বাড়িতে হাজির সিবিআইয়ের দল

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। সকাল থেকেই ঘাটে ঘাটে তর্পণ চলছে। হাতে আর বেশি সময় নেই। আর একসপ্তাহ পর গোটা রাজ্য মেতে উঠবে শারদ উৎসবে। এই আবহে আবার আরজি কর হাসপাতালের নির্যাতিতার বাড়িতে গেল সিবিআইয়ের প্রতিনিধি দল। সূত্রের খবর, আজ বুধবার দুপুরে সিবিআই অফিসারদের চার সদস্যের প্রতিনিধিদল পৌঁছেছেন সোদপুরে নির্যাতিতার বাড়িতে। বেশ কিছু তথ্যপ্রমাণ হাতে এসেছে সিবিআই অফিসারদের। সেগুলি যাচাই করতেই মহালয়ার দিন নির্যাতিতার বাড়িতে গেল সিবিআই। কিন্তু তথ্যপ্রমাণের বিষয়গুলি সম্পর্কে মুখ খোলেননি সিবিআইয়ের তদন্তকারীরা। তবে নির্যাতিতার বাবা–মা বিষয়গুলি জানেন। তাঁরাও তদন্তের স্বার্থে এসব বাইরে আনতে চাইছেন না। আরজি কর হাসপাতালে যাতায়াত করার পর নতুন কিছু তথ্য হাতে পান সিবিআই গোয়েন্দারা। যা নিয়ে নির্যাতিতার বাবা–মাকে জিজ্ঞাসাবাদ করে মিলিয়ে নিতে চান তাঁরা। আর তাই আজকের এই ঝটিকা সফর। এমনকী সেই তথ্যের বাইরে নিহত ডাক্তারি ছাত্রীর বাবা–মার কাছে অন্য কোনও তথ্য রয়েছে কিনা সেটাও জানতে চায় সিবিআই।

error: Content is protected !!