‘আলো সাজিয়ে বিচার চেয়ে ছবি তুলুন’, ন্যায় বিচারের দাবিতে ফেসবুকে আবেদন জুনিয়র ডাক্তারদের
আজ কালীপুজো। আর তা নিয়ে মেতে উঠেছেন বাংলার মানুষজন। কিন্তু এই আবহে একটি ফেসবুক পোস্ট তোলপাড় করে দিয়েছে উৎসবের মরশুমকে। কারণ আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে এখনও জুনিয়র ডাক্তাররা তাঁদের সহকর্মীর মৃত্যুকে সামনে রেখে মানুষের কাছে সমর্থন আহ্বান করলেন। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে কর্মবিরতিতে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। আমরণ অনশনও করেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সব দাবি মেনে নেওয়া সেসব উঠে গিয়েছে। কিন্তু কালীপুজোর দিন কিঞ্জল নন্দের ফেসবুক পোস্ট নিঃসন্দেহে বেশ তাৎপর্যপূর্ণ। আজ, বৃহস্পতিবার কিঞ্জল নন্দের ফেসবুক পোস্টে ‘অভয়ার ন্যায়বিচার’ নিয়ে নানা কথা তুলে ধরা হয়েছে। সেখানে মানুষের কাছে কিছু আবেদন করা হয়েছে। আলোর উৎসবের মধ্যেও নিহত তরুণী চিকিৎসককে না ভোলার বার্তা দেওয়া হয়েছে। তাই প্রথমেই লেখা হয়েছে, ‘এই দীপাবলিতে আপনি রঙ্গোলি বানান বা আলো সাজিয়ে বিচার চেয়ে ছবি তুলুন এবং ছড়িয়ে দিন সামাজিক মাধ্যমে।’ সোশ্যাল মিডিয়া এসব ছড়িয়ে দিতে আহ্বান করা হয়েছে সাধারণ মানুষের কাছে।