‘রোগীদের কী দোষ? কাজে ফিরুন’, জুনিয়র চিকিৎসকদের কাছে আর্জি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের মায়ের
আরজিকর কাণ্ডের ন্যায়বিচার চেয়ে প্রথম থেকেই পথে নেমেছেন সৃজিত মুখোপাধ্যায়। পরিচালকের মা সুমিতা সরকার নিজে পেশায় চিকিৎসক। তদুপরি আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তনী। তিনি নিজেও তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার চেয়ে এই বয়সেও একাই নারীদের রাত দখল অভিযানে নেমেছিলেন। বার্ধক্যের কাছে হার মানেনি তাঁর প্রতিবাদের আগুন। এবার তিনিই আন্দোনলকারী ডাক্তারদের কাজে ফেরার আর্জি জানালেন দুস্থ রোগীদের কথা চিন্তা করে। মা সুমিতা সরকারের পোস্ট শেয়ার করে এই আর্জিতে সায় দিলেন সৃজিত নিজেও। কী লেখা ওই পোস্টে? পরিচালকের মা লিখেছেন, “আন্দোলনের পাশাপাশি এবার জুনিয়র ডাক্তারদের কাজেও ফেরা উচিত। দুস্থ রোগীদের কী দোষ? যাঁদের কোনও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর খরচ দেওয়ার সামর্থ নেই। টেলিমেডিসিন সকলের জন্য কাজে দেয় না। সিনিয়র চিকিৎসকরা যে যাঁর নিজেদের মতো করে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু জুনিয়র ডাক্তারদের কোনও বিকল্প নেই। যে কোনও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার মূল মেরুদণ্ড হচ্ছে জুনিয়র চিকিৎসকরা।”