
পশুখাদ্য কেলেঙ্কারিতে লালুপ্রসাদের ৫ বছরের কারাদন্ড
ফের কারাদণ্ড হল লালুপ্রসাদ যাদবের ৷ সোমবার পশুখাদ্য কেলেঙ্কারিতে রাঁচির বিশেষ সিবিআই আদালত লালুপ্রসাদের ৫ বছরের কারাদন্ডের রায় দিয়েছে ৷ একই সঙ্গে তাঁকে ৬০ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে বলে আদালত জানিয়েছে ৷ কয়েকদিন আগেই ডোরান্ডা ট্রেজারির ১৩৯ কোটিরও বেশি টাকা তছরূপের অভিযোগে দোষী সাব্যস্ত হন আরজেডি প্রধান ৷ সেই মামলার রায় বের হল আজ ৷