করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত আরএলডি প্রধান চৌধুরি অজিত সিং

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) প্রধান চৌধুরি অজিত সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। সম্প্রতি করোনা পজিটিভ হন। চিকিৎসা চলছিল গুরগাঁওয়ের একটি হাসপাতালে। অজিত সিংহের ছেলে তথা প্রাক্তন সাংসদ জয়ন্ত চৌধুরি ট্যুইটারে বাবার মৃত্যুর খবর জানান। তিনি লেখেন, গতকাল থেকেই অজিত সিংহের শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার তিনি মারা যান। গত ২০ তারিখ অজিত সিংহের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। পরে, প্রয়াত নেতার ব্যক্তিগত সচিব জানান, এদিন মারা যান অজিত সিংহ। গত কয়েকদিন ধরে তিনি আইসিইউ-তে ছিলেন। রাখা হয়েছিলে ভেন্টিলেশন। খড়্গপুর আইআইটি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাক্তনী অজিত সিংহ ১৯৮৬ সালে প্রথমবার রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন। 

error: Content is protected !!