
বীরভূমের মুরারইয়ে পাথরবোঝাই লরি উল্টে এক বালকের মৃত্যু, বিক্ষোভ
পাথরবোঝাই লরি উল্টে এক বালকের মৃত্যু। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার আগুন জ্বলল বীরভূমের মুরারইয়ে। অভিযোগ, ওই লরি উল্টে গিয়ে সেখান থেকে পাথর রাস্তায় পড়তে থাকে। সেই পাথরেই চাপা পড়ে এক আদিবাসী বালকের মৃত্যু হয়। আরও এক বালক সেখানে চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। এর পরই ক্ষোভে ফেটে পড়ে বালকের পরিবার ও এলাকার লোকজন। ঘাতক লরিতে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেওয়া হয় ঘটনাস্থলের কাছেই থাকা রাজস্ব আদায়ের অফিসে। মুরারই থানার সন্তোষপুরে তুমুল উত্তেজনা ছড়ায়। মুরারই থানায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও প্রতিবাদ বিক্ষোভে সোচ্চার এলাকার লোকজন। সূত্রে খবর, এ দিন দুই আদিবাসী বালককে মোটর সাইকেলে চাপিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলেন এক যুবক। মুরারই থানার সন্তোষপুর গ্রামের কাছে রাস্তার পাশে একটি পাথর বোঝাই লরি বিকল হয়ে দাঁড়িয়েছিল। লরির পাশ দিয়ে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময়, লরিটি তাদের উপরে উল্টে যায়। ঘটনায় পাথর চাপা পড়ে যায় দুই বালক-সহ তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাজেশ হাঁসদা নামে সাত বছরের এক বালকের। পাথরে আরও এক বালক চাপা পড়ে রয়েছে বলে দাবি করেন এলাকাবাসীরা। গুরুতর জখম হন নাইকি হাঁসদা নামে মোটর সাইকেল চালক। এই ঘটনার পরেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা লরিটিতে ভাঙচুর শুরু করে। ঘটনাস্থলের কাছে থাকা সরকারি রাজস্ব আদায়ের অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাজস্ব আদায় হচ্ছে, অথচ রাস্তা মেরামতের নাম নেই। তাই তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।