প্রবল বৃষ্টিতে ধসে গেল মুম্বইয়ের রাস্তা, গর্তে পড়ল গাড়ি

বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। রাস্তা ধসে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বাণিজ্যনগরীতে। একটি গাড়ি ধসে যাওয়া রাস্তার গর্তে পড়ে গিয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। গত কয়েক দিন ধরেই মুম্বইয়ে তুমুল বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল ৯টা নাগাদ বৃষ্টির কারণে চুনাভাতি এলাকার রাস্তা হঠাৎ ধসে যায়। ওই এলাকায় আগে থেকেই ২৫ ফুটের একটি গর্ত খুঁড়ে রাখা হয়েছিল। একটি নির্মীয়মাণ বাড়ির কাজ চলছিল ওই রাস্তার কাছে। সেখানে বেশ কিছু গাড়ি দাঁড় করানো ছিল। কিছু গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। আগে থেকে খুঁড়ে রাখা গর্তের পাশেই রাস্তার একটি অংশ নীচের দিকে বসে যায়। ফলে একাধিক গাড়ি সেখানে আটকে পড়ে। একটি গাড়ি সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল। আচমকা ধসে সেটি গর্তে পড়ে যায়। তবে গাড়িটির চালক সুরক্ষিত আছেন।

error: Content is protected !!