অণ্ডালে প্রাক্তন রেলকর্মীর বাড়িতে ডাকাতি, লুঠ লক্ষাধিক টাকা ও সোনার গয়না

অণ্ডালের দিকনালায় প্রাক্তন রেল কর্মীর বাড়িতে ডাকাতি ৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে আনুমানিক ৭ লক্ষ টাকা নগদ এবং ২০ ভরি গয়না লুঠের অভিযোগ ৷ সোমবার মাঝরাতের ঘটনায় পুলিশ কুকুর নিয়ে তদন্তে নেমে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ ৷ ঘটনাস্থলে গিয়েছেন, কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা ৷ পুলিশ সূত্রে খবর,

সোমবার রাত ১টা নাগাদ অণ্ডালের দিকনালার বাসিন্দা প্রাক্তন রেল কর্মী পরেশ কুণ্ডুর বাড়িতে ডাকাতরা হামলা চালায় ৷ বাড়ির পিছনের দরজা ভেঙে ভিতরে ঢোকে ডাকাতরা ৷ তার পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ আনুমানিক ৭ লক্ষ টাকা এবং ২০ ভরি গয়না নিয়ে চম্পট দেয় ডাকাতরা ৷ বাড়িতে বয়স্ক মানুষজন থাকায় ডাকাতদের খুব একটা সমস্যা হয়নি বলে মনে করছে পুলিশ ৷