প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রাজকুমার-জাহ্নবীর ‘রুহ আফজানা’

প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘রুহ আফজানা’। এই ছবিতে অভিনয় করেছেন রাজকুমার রাও, জাহ্নবী কাপুর, বরুণ শর্মা। ২০২০ সালের ৫ জুন প্রথম এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে এই ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়। ‘স্ত্রী’-র মেগা-সাফল্যের পরে, রাজকুমার রাও আবার একটি কমেডি হরর ফিল্ম, রুহ আফজানায় অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেছেন হার্দিক মেহতা এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজান।