RR VS GT : ৮ উইকেটে জয়ী রাজস্থান, ৩৫ বলে অবিশ্বাস্য সেঞ্চুরি ১৪-র বৈভবের

সোমবার জয়পুরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এক অবিশ্বাস্য রেকর্ড গড়ল বৈভব সূর্যবংশী। মাত্র ৩৫ বলের সেঞ্চুরি হাঁকাল এই ১৪ বছরের ক্রিকেটার। যা এই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান। সামনে রয়েছেন শুধুমাত্র ক্রিস গেইল। আর বৈভবের এই ঝোড়ো ইনিংসে গুজরাটকে হারিয়ে শুভেচ্ছার বন্যায় ভাসল সে। তার খেলে দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েল খোদ রাহুল দ্রাবিড়।  প্রথম ইনিংসে ব্যাটে ঝড় তুলেছিলেন গুজরাটের অধিনায়ক শুভমান গিল। ৫০ বলে ৮৪ রান করে সেঞ্চুরি মাঠে ফেলে আউট হন তিনি। এরপর জস বাটলারের ২৪ বলে হাফ সেঞ্চুরি গুজরাটকে পৌঁছে দেয় ২০৯-এ। খেলতে নেমে প্রথম থেকেই ঝড় তোলে বৈভব। আগের দিন যে হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এসে কেঁদেছিল ১৪ বছরের ক্রিকেটারটি। এদিন অনায়াসেই সেই বাধা টপকে যায় সে। মাত্র ৩৫বলে ছুঁয়ে ফেলে বহু কাঙ্ক্ষিত শতরান। আইপিএলে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের নামের পাশে। ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। এদিন তাঁর পরেই খোদাই হয়ে গেল বৈভবের নাম। যখন ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজের মতো অভিজ্ঞ বোলারদের নিয়ে ছিনিমিনি খেলছে বৈভব ক্রিজের অপর প্রান্তে থাকা আরেক তারকা যশস্বী যোদ্য সঙ্গত করে গেলেন। ৪০ বলে করলেন ৭০ রান। ৩৮ বলে ১০১ করে যখন প্যাভিলিয়নে ফিরছেন বৈভব ততক্ষণে ম্যাচে পকেটে পুড়ে ফেলেছে রাজস্থান। পরে নেমে ১৫ বলে ৩২ রান করে দলকে জেতান রিয়ান পরাগ। 

error: Content is protected !!