অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের ৭.২৭ কোটির টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

প্রতারণার মামলায় এবার নতুন করে বিপাকে পড়লেন বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ৷ তাঁর সাত কোটিরও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ প্রায় ২০০ কোটি টাকা প্রতারণার মামলায় জেলে থাকা সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগ থাকার জেরেই ইডির নজরে পড়েন অভিনেত্রী ৷ ইডি আগেই জানিয়েছিল সুকেশ তাঁর সহযোগী পিঙ্কি ইরানির মাধ্যমে কয়েকজন বলিউড অভিনেত্রীকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন ৷ যদিও সমস্ত অভিনেত্রীদের নাম আসেনি । তবে আগেই জানা গিয়েছিল, সুকেশ বিভিন্ন মডেল এবং বলিউড সেলিব্রিটিদের জন্য প্রায় ২০ কোটি টাকা খরচ করেছিলেন ৷ এদের মধ্য়ে অনেকেই তাঁর এই উপহার নিতে অস্বীকার করেন ৷ তবে যিনি অস্বীকার করেননি, তিনি জ্যাকলিন ৷ জানা গিয়েছে, তাঁর জন্য় উপহার বেছে দিতেন পিঙ্কি এবং সুকেশ টাকা মেটালে সেগুলি জ্যাকলিনের বাড়িতে পাঠানোর ব্য়বস্থা করা হত ৷সুকেশ আপাতত রয়েছেন বিচার বিভাগীয় হেফাজতে ৷ আর তার সঙ্গে যোগ থাকার জেরেই এদিন জ্যাকলিনের ৭.২৭ কোটি টাকা মূল্য়ের সম্পদ বাজেয়াপ্ত করল ইডি ৷