
শাহ-নাড্ডার পরে এবার কলকাতায় মোহন ভাগবত
অমিত শাহ, জেপি নাড্ডার পর আজ বঙ্গ সফরে সঙ্ঘ পরিবারের দুই শীর্ষ কর্তা। দু’দিনের সফরে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত আসছেন শনিবার দুপুরে। প্রায় একই সময়ে রাজ্যে আসছেন আরএসএস-এর দত্তাত্রেয় হোসবোলে। তাঁর কর্মসূচি অবশ্য কলকাতায় নয়। তিনি দুর্গাপুরে আরএসএসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। শাহ-নাড্ডার পরপরই ভাগবত রাজ্যে আসায় লোকসভা ভোটের প্রাকলগ্নে বাংলায় গেরুয়া শিবিরের এই তৎপরতা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। সাংগঠনিক আলোচনা করার পাশাপাশি ভাগবত একইসঙ্গে দেখা করতে পারেন রাজ্যের একাধিক বুদ্ধিজীবীর সঙ্গেও। যার মধ্যে নাম রয়েছে প্রাক্তন সিবিআই কর্তা তথা এক সময়ের শাসক দল ঘনিষ্ঠ উপেন বিশ্বাস এবং এআইএফএফ প্রধান কল্যাণ চৌবের। তবে এসবের বাইরে একাধিক সাংগঠনিক কর্মসূচি রয়েছে মোহন ভাগবতের। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। ইতিমধ্যেই রাম মন্দিরকে সামনে রেখে জোর প্রচার শুরু করে দিয়েছে বঙ্গ পদ্ম শিবির। আর এবার রাজ্য থেকে কারা কারা যাবেন, কীভাবে প্রচার করা হবে, এসব নিয়েই আলোচনা করবেন আরএসএস প্রধান। সঙ্গে বঙ্গ বিজেপির একাধিক নেতাও বৈঠক করবেন বলে সূত্রের খবর।