ফের পতনে রেকর্ড গড়ল টাকা

আজ, সর্ব্বকালীন রেকর্ড গড়ে ফের নিম্নমুখি ভারতীয় টাকার মূল্য। প্রতি মার্কিন ডলারে আজ ৮২টাকা ৩৩ পয়সায় গিয়ে ঠেকে টাকা।  টাকা ৩২ পয়সা পতনের সঙ্গে ৮২.২০ টাকা প্রতি ডলারে খুলেছে। টাকার দরে ফের রেকর্ড পতন দেখা গেছে। প্রথমবারের মতো ডলার প্রতি রুপিতে ৮২.৩৩ টাকা ছাড়িয়েছে।

error: Content is protected !!