
ভিকট্রি ডে প্যারেডে রাশিয়ার আমন্ত্রণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে
রাশিয়ায় আসার আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছিল রাশিয়া ৷ আগামী 9 মে সেই যুদ্ধ জয়ের 80 বছর ৷ রাশিয়ার উপ-বিদেশ মন্ত্রী আন্দ্রে রুদেঙ্কো জানিয়েছেন, বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ এবিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে অবশ্য এখনও কিছু জানানো হয়নি ৷ পুতিন সরকারের আশা, 9 মে প্যারেডে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ৷ রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম মন্ত্রী রুদেঙ্কোর বক্তব্য উদ্ধৃত করেছে ৷ মঙ্গলবার তিনি বলেন, “এই বছরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সুসম্পর্কের কথা সর্বজনবিদিত ৷ এই সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে গত বছর অক্টোবর মাসে রাশিয়ার কাজান শহরে আয়োজিত ব্রিকস সম্মেলনে পুতিন বলেছিলেন, দু’দেশের মধ্যে সম্পর্ক এতটাই ভালো যে কে কী বলছেন তা অনুধাবনের জন্য দোভাষীর প্রয়োজন নেই ৷ তিনি বলেন, “আমাদের মধ্যে সম্পর্ক এমন যে কোনও অনুবাদকের প্রয়োজন নেই ৷” এই কথা শুনে প্রধানমন্ত্রী মোদিও হেসে ফেলেছিলেন ৷ কূটনৈতিক মহেলর একটা বড় অংশ মনে করেন নরেন্দ্র মোদি একমাত্র রাষ্ট্রনেতা যাঁর সঙ্গে রাশিয়া ও ইউক্রেন- দুই দেশেরই সুসম্পর্ক রয়েছে ৷ এই বছরের ‘ভিকট্রি ডে’-র প্যারেডে একাধিক মিত্র দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া ৷ 1945 সালের জানুয়ারি মাসে সোভিয়েত সেনা জার্মানির বিরুদ্ধে অভিযান শুরু করে ৷ 9 মে দুই দেশের কম্যান্ডার-ইন-চিফ বিনা শর্তে জার্মান সেনার আত্মসমর্পণ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ৷ এরপর যুদ্ধ শেষ হয় ৷