ইউক্রেনে ড্রোন হামলা চালাল রাশিয়া, মৃত ৩

সৌদি আরবে যুত্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার আগে ইউক্রেনে প্রাণঘাতী এই হামলা চালাল মস্কো। এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ শনিবার বলেছেন, মধ্য রাতে চালানো এই হামলায় আবাসিক ভবন, গাড়ি এবং আবাসিক ভবনে আগুন লেগেছে। জরুরি পরিষেবাগুলোর কর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করছে বলেও ছবিতে দেখা যাচ্ছে।তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামানোর লক্ষ্যে সোমবার সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সাথে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল পৃথক বৈঠকে বসতে চলেছে। তার আগেই এই হামলা হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে পরপর কয়েকদিন পৃথকভাবে ফোনালাপ করার পর ইউক্রেন ও রাশিয়া এই সপ্তাহে সীমিত অস্ত্রবিরতির বিষয়ে নীতিগতভাবে একমত হয়েঠিল, তবে কোন কোন লক্ষ্যবস্তুতে আক্রমণের সীমা থাকবে তা এখনও বিতর্কিত।

error: Content is protected !!