ইউক্রেনের খারকিভে ভারতীয় ছাত্রের কীভাবে মৃত্যু হল, তদন্ত করবে রাশিয়া: ডানিস আলিপভ

খারকিভে বোমাবর্ষণের জেরে যে ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে, তার তদন্ত করবে রাশিয়া। রাশিয়ার দূত ডানিস আলিপভ এমনই জানান। মঙ্গলবার সকালে রাশিয়ার বোমাবর্ষণের জেরে খারকিভে মৃত্যু হয় ভারতীয় ছাত্র নবীন শেখরাপ্পার। খারকিভের মেডিকেল কলেজের পড়ুয়া ছিলেন নবীন। কর্ণাটকের হাভেরির বাসিন্দা নবীন শেখরাপ্পার মৃত্যু নিয়ে জলঘোলা শুরু হতেই এবার ওই ঘটনার তদন্ত রাশিয়া করবে বলে জা নানো হয়।

error: Content is protected !!