
ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, জানালেন বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ
গত বছর অক্টোবরে রাশিয়ার কাজান শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমনটাই বলেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ এবার ভারত সফরে আসছেন তিনি ৷ ‘বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতে আসার আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন ৷ বুধবার রাশিয়ার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিল (আরআইএসি) এবং মস্কোয় ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে ‘রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া: টুওয়ার্ড আ নিউ বাইল্যাটারাল এজেন্ডা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হয় ৷ সেই সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের ভারতে আসার বিষয়টি জানান রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ৷ তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় বার নির্বাচিত হয়ে প্রথমে রাশিয়া সফরে গিয়েছিলেন ৷ এবার আমাদের পালা ৷ প্রেসিডেন্ট খুব তাড়াতাড়ি ভারতে যাবেন ৷ তার প্রস্তুতি চলছে ৷” গত বছরে দু’বার রাশিয়া সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে জুলাই মাসের শুরুর দিকে ৷ সেবার দুই রাষ্ট্রনেতার মধ্যে ভারত-রাশিয়ার বাণিজ্য নিয়ে আলোচনা হয় ৷ এছাড়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোয় মধ্যস্থতা করেন প্রধানমন্ত্রী ৷ পরের বার ব্রিকস সম্মেলন হয় রাশিয়ার কাজান শহরে ৷ সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ তখন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হয় ৷ সেবারই প্রধানমন্ত্রী মোদি তাঁর বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ সেই আমন্ত্রণ গ্রহণ করলেন পুতিন। তবে শেষমেশ তিনি কবে এসে পৌঁছবেন তা এখনও জানা যায়নি।