রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখে ঢালাও প্রশংসা নরেন্দ্র মোদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন ভালডাই ডিসকাশন ক্লাব নামে মস্কোর একটি সংস্থার বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ভারত ও মোদির ভুওসী প্রশংসা শোনা যায় পুতিনের মুখে। ভারতের একটি পরাধীন রাষ্ট্র থেকে আজকের অবস্থায় আসা থেকে স্বাধীন বিদেশ নীতি, সবকিছুরই গুণগান করেন পুতিন। পুতিন বলেন ‘মোদি দেশের জন্য অনেককিছু করেছেন, তিনি একজন প্রকৃত দেশপ্রেমীক। ভবিষ্যত ভারতের হাতেই রয়েছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে এই দেশ গর্ব করতে পারে’

error: Content is protected !!