রুশ ক্ষেপনাস্ত্র হামলায় কেঁপে ওঠল ইউক্রেন, বিদ্যুৎহীন কিভে বাড়ছে মৃত এবং আহতের সংখ্যা

বুধবার সকাল থেকে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কিভ । রুশ ক্ষেপনাস্ত্র হামলার জেরে ইউক্রেন-সহ কিভের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা আগুনে ঝলসে উঠতে শুরু করে। রুশ ক্ষেপনাস্ত্রের হামলার জেরে কিভের বিদ্যুৎকেন্দ্রগুলি ভেঙে পড়ে। ফলে কিভের একাধিক জায়গায় অন্ধকার নেমে আসে। রুশ ক্ষেপনাস্ত্রের হামলার জেরে কিভের কত জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়েছে, সেই পরিসংখ্যান এখনও মেলেনি। বুধবার এমনই ট্যুইট করেন ইউক্রেনের এক প্রশাসনিক কর্তা। শুধু তাই নয়, বুধবার রুশ ক্ষেপনাস্ত্রের হামলার জেরে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মেলে। আহত হন কমপক্ষে ৬ জন।

error: Content is protected !!