ওড়িশায় ২ রুশ নাগরিকের মৃত্যুতে রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন

ওড়িশায় রাশিয়ার দুই নাগরিকের রহস্যমৃত্যুর ঘটনায় পুলিশের কাছে রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। আগামী ৪ সপ্তাহের মধ্যে রায়গড়ার পুলিশকে এই রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ওড়িশার রায়গড়ায় গিয়েছিলেন রাশিয়ার চার নাগরিক। গত ২১ ডিসেম্বর তাঁরা একটি হোটেলে ওঠেন। ২২ ডিসেম্বর ভ্লাদিমির বিদেনভ নামে এক রুশ নাগরিকের দেহ উদ্ধার হয়। এরপর ২৪ ডিসেম্বর উদ্ধার করা হয় পাভেল অ্যান্টভ নামে আরও এক রুশ নাগরিকের দেহ। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী ও রাশিয়ার আইনসভার সদস্য বলে জানা যায়। একই হোটেলে দুই রুশ নাগরিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে ওই দুই রুশ নাগরিকের মধ্যে একজন পুতিনের সমালোচক হওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। ওড়িশার ডিজিপি সুনীল বনশল অবশ্য জানিয়েছেন, দুই রুশ নাগরিকের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।

error: Content is protected !!