ফের কানাডাকে আক্রমণ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

পাঁচদিনের মার্কিন সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর সেখানে গিয়ে বারবার কানাডাকে আক্রমণ করছেন তিনি। শনিবার, বাক স্বাধীনতা প্রসঙ্গে বলতে গিয়ে জয়শঙ্কর জানান, আমরা গণতন্ত্রে বাস করি। বাক স্বাধীনতা কী, আমাদের অন্য কোনও দেশের কাছ থেকে শেখার প্রয়োজন নেই। বাক স্বাধীনতা কোনও ধরনের হিংসায় উসকানি দিতে পারে না। আর তা যদি হয় তাহলে সেটা আমাদের কাছে স্বাধীনতার অপব্যবহার, স্বাধীনতা রক্ষা নয়। খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় ভারতের সঙ্গে ক্রমেই সর্ম্পক খারাপ হচ্ছে কানাডার। এর ফলে ভারতীয় রাষ্ট্রদূতদের মাঝে মাঝেই খলিস্তানি নেতাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। সেই প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, আপনারা যদি আমার জায়গায় থাকতেন কী করতেন? যদি আপনাদের দূতাবাসে, আপনাদের রাষ্ট্রদূতদের হুমকি দেওয়া হতো তখন অবস্থান কী হতো? নিজ্জরের মৃত্যু নিয়ে বিতর্ক ও তার জেরে কানাডার সঙ্গে দূরত্ব বাড়ছে ভারতের। তবে সবটাই আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেই দাবি বিদেশ মন্ত্রীর। এই বিষয়ে জয়শঙ্কর জানিয়েছেন, এমন নয় যে আমরা আলোচনার দরজা বন্ধ করে দিয়েছি। তবে আমাদেরও সুযোগ দিতে হবে। যদি ওরা আমাদের সঙ্গে সমস্ত তথ্য ভাগ করে, তখন আমরা বিষয়টি দেখতে পারি।