এস জয়শঙ্করের কনভয়ে হামলা

ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের কনভয়ে ভয়াবহ হামলা চালানোর ঘটনা ঘটেছে। এই হামলা চালিয়েছে খালিস্তানি জঙ্গিরা। হামলা চালানোর সময় এস জয়শঙ্কর গাড়ির ভিতরেই ছিলেন। পুলিশ ও ছিল সামনে। পুলিশের সামনেই ভারতের তেরাঙ্গা ছিঁড়ে দেওয়ার অভিযোগ খালিস্তানি উগ্রপন্থীদের বিরুদ্ধে। মঙ্গলবারই ব্রিটেনে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর সেখানেই বিদেশ মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে চালানো হয় হামলা। এই পুরো ঘটনাই ঘটে পুলিশের সামনে। সূত্রের খবর লন্ডনের চ্যাথাম হাউসে চলছিল বৈঠক। সেখানেই উপস্থিত ছিলেন ভারতের বিদেশ মন্ত্রী। বৈঠক সেরে বেরোনোর পরেই ভারতের বিদেশমন্ত্রীর গাড়িতে লক্ষ্য করে চালানো হয় হামলা। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে নিয়েছে খালিস্তানি জঙ্গিরা। কেবল কনভয়ে হামলা নয়, এর সঙ্গে ভারত বিরোধী স্লোগান ও শোনা যায় লন্ডনের চ্যাথম হাউসের বাইরে। জয়শঙ্করের উপর হামলার চেষ্টার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে বিদেশ মন্ত্রীর কনভয়কে লক্ষ্য করে উদ্যতভাবে ছুটে চলেছেন এক ব্যক্তি। তিনি মুখে অনবরত ভারত বিরোধী স্লোগান দিয়ে যাচ্ছেন।

error: Content is protected !!