
বিধাননগরে তৃণমূলের জয় নিশ্চিত হতেই মমতা ও অভিষেক সঙ্গে দেখা করলেন সব্যসাচী, পেলেন উপহারও
বিধাননগরে তৃণমূলের জয় নিশ্চিত হতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশির্বাদ নিয়ে এলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত। সেখানে এদিন তাঁর স্ত্রীকে শাড়িও উপহার দেন মমতা। কালীঘাট থেকে বেরিয়ে তিনি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করে আসেন। এদিন ফল বের হতে দেখা যায়, ৪ হাজার ৬৪৪ ভোটে জয়ী হয়েছেন সব্যসাচী দত্ত। এবারের পুরভোটে সবথেকে হেভিওযেট এবং সবথেকে আলোচিত প্রার্থী ছিলেন তিনি। তাঁর স্ত্রী ইন্দ্রানীকে একটি শাড়িও উপহার দিয়েছেন মমতা। তবে মেয়র পদ নিয়ে মুখ খুলতে চাননি তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, মমতা ও অভিষেকের সঙ্গে পারিবারিক বিষয়েই কথোপকথন হয়েছে তাঁর। মেয়র পদ নিয়ে প্রশ্নের মুখে সব্যসাচী বলেন, ‘মমতারই আমাদের মেয়র।’ তবে সূত্রের খবর, কথোপকথনের মাঝেই সব্যসাচী-পত্নীকে ‘ভালো উপহার’ দেওয়ার কথা বলেছেন অভিষেক। অভিষেকে

মমতার দেওয়া উপহারও দেখান ইন্দ্রানী। সেই সঙ্গে অভিষেককে বলেন, ‘তুমি কিছু দেবে না?’ উত্তরে অভিষেক বলেন, ‘আমি পরে গিফট দেব। ভালো গিফট অপেক্ষা করছে।’ আর সেই উপহার নিয়েই জল্পনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে খোলাখুলি কোনও উত্তর দেননি সব্যসাচী। জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান কৃষ্ণা চক্রবর্তীও। তবে সেখানে যাওয়ার আগে মমতার সঙ্গে ফোনে কথা বলেন তিনি। মমতা নিজেই কৃষ্ণাকে ফোন করেন এবং শুভেচ্ছা জানান। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে, তৃণমূল কংগ্রেসের সঙ্গ ত্যাগ করেছিলেন সব্যসাচী। অমিত শাহ-র হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে হেরে যান। তারপরই আবার পুরোনো দলে ফিরে আসেন। মাস কয়েক আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়ে দলে থাকতে তাঁর ‘দমবন্ধ’ হয়ে যাচ্ছিল, সেই দলে ফিরে এসেই দিদির বন্দনা শুরু করেছিলেন। পুর নির্বাচনের প্রচারেও, মমতা বন্দ্যোপাধ্যায়কেই সামনে রেখেছিলেন তিনি।