করোনা আক্রান্ত শচীন

করোনা আক্রান্ত শচীন তেণ্ডুলকর। ৪৭ বছরের মাস্টার ব্লাস্টার এপ্রিলের ২৪ তারিখ ৪৮ বছরে পা দিতে চলেছেন।তার আগেই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত ক্রিকেটপ্রেমী মানুষজন । শচীন নিজেই টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। শচীন টুইটে লিখেছেন, ‘আমি পরীক্ষা করাচ্ছিলাম। নিজেকে করোনা মুক্ত রাখতে সব রকম চেষ্টা করেছি। আজ করোনা আক্রান্ত আমি। কিছু উপসর্গ রয়েছে। বাড়িতেই আলাদা রয়েছি। বাড়ির অন্যান্যদের করোনা রিপোর্ট নেগেটিভ। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। সব স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সকলে সাবধানে থাকুন।’