একনাথ শিণ্ডের পাশে ভাইজান, জল্পনা তুঙ্গে

রাজনীতির সঙ্গে তারকাদের যোগ বহুদিনের। বলিউডের একাধিক তারকা রাজনীতিতে যোগ দিয়েছেন। শুরু করেছেন ক্যারিয়ারের নয়া ইনিংস। এবার কি সেই পথেই হাঁটলেন বলিউডের ভাইজান? সম্প্রতি একই অনুষ্ঠানে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের সঙ্গে পাশাপাশি দেখা গিয়েছে সলমনকে। আর তাতেই শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, গত শনিবার মুম্বইয়ের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে গিয়েছিলেন শিণ্ডে। সেখানে এক বন্ধুত্বপূর্ণ ক্রিকেট প্রতিযোগিতা চলছিল। বি টাউনের তারকাদের সঙ্গে রাজনৈতিক নেতারাও যোগ দেন ওই প্রতিযোগিতায়। ‘যক্ষামুক্ত ভারতে’র প্রচার কর্মসূচিতে অতিথি ছিলেন সলমন। সরকারি কর্মসূচিতে গিয়ে একনাথের পাশেই দেখা গিয়েছে সলমনকে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হাত ধরে টেনে একনাথ শিণ্ডে সলমনের পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন। যদিও উপ মুখ্যমন্ত্রীর এই আচরণে কিছুটা হকচকিয়ে যান খোদ ভাইজান। আর তার পর থেকেই শুরু হয়েছে ভাইজানের রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা বেড়েছে কয়েকগুণ। এদিনের অনুষ্ঠানে সলমন, শিন্ডে ছাড়াও ছিলেন অভিনেতা অর্জুন কাপুর, অর্জুন রামপাল, সাংসদ সুপ্রিয়া সুলে।

error: Content is protected !!