সলমন খানের বাড়ির সামনে ‘শার্পশুটার’, তদন্তে উঠে এল ভয়ঙ্কর তথ্য

সিধু মুসেওয়ালার পর এবার কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর টার্গেট ছিলেন সলমন খান। এক্কেবারে ‘শার্পশুটার’ দিয়ে অভিনেতাকে খুনের ছক কষেছিল লরেন্স। ‘সিধু মুসেওয়ালা’ খুনের ঘটনার তদন্তে নেমে পুলিসের হাতে উঠে এসেছে এমনই বিস্ফোরক তথ্য। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তাঁর দলবলের কাছে খবর ছিল, কোনও দেহরক্ষী ছাড়াই সকালবেলা সাইকেল চালাতে যান সলমন খান। আর সেই খবর পাওয়ার পরই সল্লুর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে রেইকি চালিয়েছিল তারা। হকি স্টিকের ভিতর ছোট্ট একটি অস্ত্র লুকিয়ে রেখে সল্লুকে মারার ছক কষা হয়েছিল। সকাল সকালই শ্যুট করার পরিকল্পনা ছিল তাঁকে। তদন্তে নেমে এমনই সব ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে পুলিসের হাতে। 

error: Content is protected !!