
মুক্তির আগেই অনলাইনে ফাঁস সলমনের ‘সিকান্দর’
মুক্তির কয়েকঘণ্টা আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল সলমন খানের ‘সিকান্দর’ সিনেমা। বলা যেতে পারে পাইরেসির শিকার হল বলিউডের ভাইজানের সিনেমা। যাকে কেন্দ্র করে ক্ষুব্ধ সিনেমা নির্মাতারা। সলমনের এই সিনেমা বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন অভিনেতার ভক্তরা। তাই আজ, রবিবার ‘সিকান্দর’ সিনেমা দেখতে সকাল থেকেই প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন সলমন ভক্তরা। কিন্তু অনলাইনে আগেই ফাঁস হয়ে যাওয়ায় বেজায় চটেছেন সলমনের অনুরাগীরাও। বেশকিছু পাইরেসি সাইটে আপলোড করা হয়েছে সলমনের সদ্য মুক্তি প্রাপ্ত ‘সিকান্দর’ সিনেমাটি। ‘তামিলরকারজ’, ‘মুভিরুলজ’, ‘ফিলমিজিলা’ সহ টেলিগ্রামের বহু গ্রুপে রয়েছে পুরো সিনেমাটি। শুধুমাত্র এক ক্লিকেই মোবাইলে বা ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে সল্লুর এই সিনেমাটি। যদিও সিনেমার গুণমান প্রেক্ষাগৃহের মতো না হলেও অনায়াসে বিনাপয়সায় ‘সিকান্দর’ বাড়িতে বসেই দেখে নিতে পারবেন অনেকেই। সিনেমা পাইরেটদের জেরে তাই চাপে নির্মাতারা। কারণ অনলাইনে ‘সিকান্দর’ অবৈধভাবে চলে আসায়, সিনেমাপ্রেমীরা সেই পাইরেটেড কপি দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাবেন। এমনটাই ধারণা তাঁদের। যার ফলে হলের দিকে পা বাড়াবেন না অনেকেই। এতে আখেরে ক্ষতি হবে হলমালিক থেকে শুরু করে প্রযোজনা সংস্থারই। যদিও এই পাইরেসি ঠেকানো সম্ভব নয় বলেই হাত গুটিয়ে রেখেছেন সিনেমা নির্মাতারা। দেশে পাইরেসি ঠেকাতে রয়েছে নির্দিষ্ট কঠোর আইন। তারপরেও বড় বাজেটের সিনেমাগুলি সেই পাইরেসির স্বীকার হচ্ছে। যদিও সলমনের ভক্তরা প্রেক্ষাগৃহে যেতেই বেশি পছন্দ করছেন তা দেশের নানা প্রান্ত থেকে আশা ছবি দেখেই বোঝা যাচ্ছে। আজ, রবিবার ঈদের ঠিক আগেই বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘সিকান্দর’। যাতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সলমন খান, রশ্মিকা মন্দানা। সিনেমাটি পরিচালনা করেছেন ‘গজিনি’ খ্যাত পরিচালক এ আর মুরুগাডোস।