
বাদ দিয়ে ভুল করেছে KKR? কলকাতাকে ইডেনে হারিয়ে স্পষ্ট বলে দিলেন ফিল সল্ট!
২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের ট্রফি জয়ের নেপথ্যে যিনি ছিলেন তিনি ফিল সল্ট। কোনও অজ্ঞাত কারণে তাঁকে এ বার ছেড়ে দেয় কেকেআর। আর নিজের প্রাক্তন দলের বিরুদ্ধেই রান পেলেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ওপেন করতে নেমে তিনি ২৫ বলে হাফ সেঞ্চুরি করলেন। গত বছর কেকেআরে যেই কাজটা করতেন সেটাই করলেন। তাঁর দাপুটে ইনিংসের জন্য সহজে জিতে গেল আরসিবি। ২০২৪ সালে কেকেআরের জার্সিতে ফিল সল্ট ১২টা ম্যাচ খেলে করেছিলেন মোট ৪৩৫ রান। সর্বোচ্চ ৮৯ রানে অপরাজিত ছিলেন তিনি। তাঁর গড় ৩৯.৫৫। স্ট্রাইক রেট ছিল ১৮২.০১। চারটে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই ফিল সল্ট অবশ্য আইপিএলের পর আর সে ভাবে ধারাবাহিক রান পাননি। একটা সেঞ্চুরি ও দুটো হাফ সেঞ্চুরি করলেও তাঁর যে স্টাইল সেটাতে তিনি ফিরতে পারছিলেন না। এ বার কেকেআরের বিরুদ্ধে ম্যাচটাকে যেন তিনি বেছে নিলেন কামব্যাকের জন্য। ওপেন করতে নেমে প্রথম বলে চার নেমে সল্ট যেন বার্তা দেন, কেকেআরে এ বার তাঁকে ছেড়ে ভুল করেছে। তাঁর পুরো ইনিংসে ছিল ৯টা চার ও দুটো ছক্কা। ৩১ বলে তিনি করলেন ৫৬ রান। সল্টের পক্ষে একা হয়তো জেতানো সম্ভব হতো না যদি বিরাট কোহলি ওই ইনিংসটা না খেলতেন। বিরাট ওপেন করতে নেমে সল্টকে ভরসা জোগালেন। সল্ট ফেরার পর দেবদত্ত পাড্ডিকল ও রজত পতিদারের সঙ্গে পার্টনারশিপ তৈরি করলেন এবং দলকে জিতিয়ে ফিরলেন। সব মিলিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুরু যেটা দরকার সেটা করল আরসিবি। ব্যাটিং, বোলিং দুটো বিভাগেই সাফল্য পেল তারা।