সিবিআইয়ের সমন এড়ালেন বিধায়ক শওকত মোল্লা, চাইলেন আরও ১৫ দিন সময়

কয়লা পাচার কাণ্ডে আজ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার । কিন্তু আজ তিনি নিজাম প্যালেসে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না । তাঁর পরিবর্তে নিজাম পালেসে যাবেন তাঁর আইনজীবীরা । জানা গিয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড থাকার ফলে শওকত মোল্লা সিবিআইয়ের কাছ থেকে ১৫ দিনের সময় চেয়েছেন । আজ তাঁর পরিবর্তে তাঁর আইনজীবীরা নিজাম প্যালেসে গিয়ে সিবিআইকে সেই চিঠি দেবেন ৷ পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য 15 দিনের সময়সীমা চাইবেন তাঁরা । যদিও শওকত মোল্লাকে ১৫ দিনের সময়সীমা আদৌও দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না ।