সৌরভ রাজনৈতিক প্রতিহিংসার শিকার: মুখ্যমন্ত্রী

দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার মসনদ থেকে মহারাজকে সরিয়ে দেওয়ার পর দ্বিতীয়বার মুখ খুললেন মুখ্যমন্ত্রী । মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, এই সিদ্ধান্ত শুধু বাংলার ক্রীড়াপ্রেমীদের লজ্জিত করেনি, সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের কাছেও লজ্জার। বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফর শেষ করে যুবভারতীতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সৌরভের সঙ্গে কদর্য রাজনীতি করা হয়েছে। খেলার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলা অত্যন্ত অন্যায় কাজ। আর সৌরভের সঙ্গে অমিত শাহ এবং তাঁর ঘনিষ্ঠমহল যা করেছে, তার নিন্দা করার মতো ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে সৌরভ ইস্যুতে মুখ খুলতে দেখা গিয়েছিল। এবার সফর শেষ করে কলকাতায় ফিরে যুবভারতীতে ‘শাহ অ্যান্ড কোম্পানির’ বিরুদ্ধে মুখ খুললেন।  এদিনও বলেন, সৌরভকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আজ বৃহস্পতিবার আইসিসির মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল সৌরভের।  আজ ছিল  শেষ দিন। বাংলা তথা ভারতের গর্ব সৌরভ  মনোনয়নপত্র দাখিল করেনি। কেন সৌরভকে আইসিসিতে পাঠানো হল না? আমি এই ব্যাপারে কেন্দ্রের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলি। ওর মতো ছেলেকে ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করা হয়েছে।মুখ্যমন্ত্রী মমতার  প্রশ্ন, কোন অজানা কারণে সৌরভকে বঞ্চিত করা হল? সৌরভ অত্যন্ত ভদ্র ছেলে। ও নিশ্চই ব্যথা পেয়েছে। তাই, এই নিয়ে  ও মুখ খোলেনি। কেন ব্যক্তিগত স্বার্থে সৌরভকে বঞ্চনা করা হল।খেলার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলাকে তিনি যে কোনওভাবেই সমর্থন করেন না তা প্রমাণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, সৌরভের জায়গায় যদি শচীন বা আজহার থাকতেন, তাহলে তিনি একই ভাবে প্রতিবাদ করতেন।  

error: Content is protected !!