নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের নিয়োগের ফাইল তলব করল সুপ্রিমকোর্ট

নির্বাচন কমিশনার পদে অরুণ গোয়েলের নিয়োগ  নিয়ে বেকায়দায় কেন্দ্র। সুপ্রিম কোর্ট  বুধবার কেন্দ্রকে বলেছে, এই নিয়োগ সংক্রান্ত কাগজপত্র মামলার পরবর্তী শুনানির দিন জমা দিতে হবে। আদালত সেই সব কাগজপত্র খতিয়ে দেখবে। আদালতে কেন্দ্রের হয়ে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি। শুনানি চলছিল বিচারপতি কেএম জোসেফকে নিয়ে গঠিত পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। সাংবিধানিক বেঞ্চ অ্যাটর্নি জেনারেলকে বলেছে, পরের দিনের শুনানিতে তিনি যেন অরুণ গোয়েলের নিয়োগ সংক্রান্ত যাবতীয় ফাইল জমা দেন।

error: Content is protected !!