আগামী ১৭ মার্চ পর্যন্ত পবন খেরার রক্ষাকবচ বাড়াল সুপ্রিমকোর্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্যের দায়ে অভিযুক্ত কংগ্রেস নেতা পবন খেরার রক্ষাকবচের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট। আগামী ১৭ মার্চ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে শুক্রবার জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। মোদি বান্ধব শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে যখন গোটা বিশ্ব তোলপাড় তখন  ১৭ ফেব্রুয়ারি একটি সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা পবন খেরা প্রধানমন্ত্রীকে নরেন্দ্র গৌতম দাস মোদি বলে উল্লেখ করেছিলেন। তবে পরে অবশ্য তিনি এ নিয়ে নিজের মন্তব্য প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু তাতেও রেহাই মেলেনি তাঁর। অসম ও উত্তরপ্রদেশে মামলা দায়ের হয়েছিল। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য করায় গত ২৩ ফেব্রুয়ারি কংগ্রেসের অধিবেশনে যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে গ্রেফতার করা হয় খেরাকে। শেষ পর্যন্ত অবশ্য শীর্ষ আদালতে স্বস্তি পান তিনি। তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ।

error: Content is protected !!