গ্রেফতার করে লাভ হল না, কংগ্রেস নেতা পবন খেরাকে অন্তর্বর্তী জামিন সুপ্রিমকোর্টের

প্রধানমন্ত্রীর নাম বিকৃত করার জন্য কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেফতার করেও লাভ হল না। সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। বিমানে বাকি যাত্রীদের সামনে ‘অপমানিত’ হওয়ায় সুপ্রিম কোর্টে মামলা রুজুর সিদ্ধান্ত নেন। মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের এজলাসে। আদালতে পবন খেরার হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী তথা সংবিধান বিশেষজ্ঞ অভিষেক মনু সিঙ্ঘি। আর্জি জানান জরুরী ভিত্তিতে শুনানির। শুনাতি রাজি হয় প্রধান বিচারপতির এজলাস। জানায়, দুপুর তিনটে শুনানি শুরু হবে। সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সে দিকে তাকিয়ে ছিল অসম সরকার। তাদের আশা ছিল, সর্বোচ্চ আদালতের রায় তাদের পক্ষে যাবে। শুনানিতে আশার বেলুন ফাটিয়ে দেয় এজলাস।  পবন খেরার আইজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, যে মন্তব্য নিয়ে এই গ্রেফতারি তাঁর মক্কেল সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। আর তার জন্য গ্রেফতারের প্রয়োজন নেই। অন্তর্বর্তী জামিনের পাল্টা বিরোধিতা করে অসম পুলিশ। দুই পক্ষের তর্কবিতর্ক শোনার পর এজলাস ঘটনার ভিডিও পেশ করার নির্দেশ দিলে এজলাসে তা পেশ করা হয়। ভিডিওতে পবন খেরার ওই মন্তব্য শোনেন বিচারপতিরা।  শুনে তাঁর জামিন মঞ্জুর করে। 

উল্লেখ্য, কিছুদিন আগেই গৌতম আদানি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে এক সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র দামোদর দাস মোদিকে কটাক্ষ করে নরেন্দ্র গৌতমদাস মোদি বলে ছিলেন তিনি।

error: Content is protected !!