মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে রক্ষাকবচ সুপ্রিমকোর্টের

সুপ্রিমকোর্টের থেকে রক্ষাকবচ পেলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। এখনই তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। বৃহস্পতিবার এমনই জানিয়েছে শীর্ষ আদালত। ফলে এই মুহূর্তে খুনের মামলায় সাময়িক স্বস্তি পেলেন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট। আগামী ৩১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে। ততদিন পর্যন্ত শেখ সুফিয়ানকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগে, কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন শেখ সুফিয়ান। কিন্তু, আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়। এরপরই হাইকোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন শেখ সুফিয়ান। 

error: Content is protected !!