বিলকিস বানোর ১১জন ধর্ষকের মুক্তি, গুজরাত সরকারের মত জানতে চাইল সুপ্রিমকোর্ট

দোষীদের মুক্তি নিয়ে প্রশ্ন তুলল খোদ সুপ্রিম কোর্ট ৷ বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দিয়েছে গুজরাত সরকার ৷ সরকারের এই নীতিকে চ্যালেঞ্জ নিয়ে সম্প্রতি সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করা হয় ৷ বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত জানায়, গুজরাতের নীতি অনুযায়ী দোষীরা মুক্তি পেতে পারে কি ? তাদের মুক্তি দেওয়া নিয়ে কী ভাবনাচিন্তা করেছে গুজরাত সরকার ৷ এই মামলায় 11 জন দোষীকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত ৷ এই মর্মে গুজরাত সরকারের মতামত জানতে চেয়ে একটি নোটিস পাঠানো হয়েছে ৷ দু’ সপ্তাহ পর এই মামলার শুনানি হওয়ার কথা ৷

error: Content is protected !!