ধাক্কা খেল গুজরাত সরকার, বিলকিস বানো মামলায় ধর্ষকদের জামিন খারিজ, ফের জেলে ফেরার নির্দেশ দিল শীর্ষ আদালত

সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল গুজরাত সরকারের আবেদন। দুই বিচারপতি বি ভি নাগরত্ন এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ জানিয়ে দিল, ‘রিভিউ পিটিশন খুব ভালোভাবে খতিয়ে দেখা হয়েছে। সবশেষে এটা বলা যায়, সুপ্রিম নির্দেশে কোনও ত্রুটি ছিল না, তাই নতুন করে বিবেচনার প্রয়োজন নেই। এই রিভিউ পিটিশনের কোনও ভিত্তি নেই’। চলতি বছরের গোড়ায় বিলকিস বানো মামলায় ধর্ষকদের জামিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁদের ফের জেলে ফেরার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শুধু তাই নয়, আদালতে রীতিমতো ভর্ৎসনার মুখে পড়ে গুজরাট সরকার। এরপর সুপ্রিম কোর্টে ফের একটি পিটিশন দায়ের করে মোদীর রাজ্য়ের সরকার। যে পিটিশনে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘খারাপ মন্তব্য’ পুর্নবিবেচনার আর্জি জানানো হয়। সেই আবেদনই খারিজ হয়ে গেল আজ, বৃহস্পতিবার। এর আগে,  বিলকিস বানো ধর্ষণ মামলা ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল সুপ্রিম কোর্টই। এরপর সাজার মেয়াদ শেষে আগেই মুক্তির দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সাজাপ্রাপ্তদের একজন। তখন শীর্ষ আদালত রায় দেয়, গুজরাট সরকার চাইলে ধর্ষকদের মুক্তি দিতে পারে। সেই রায়েই মুক্তি পেয়ে যায় ১১ জন ধর্ষক। কবে? ২০২২ সালের ১৫ অগাস্ট। এদিকে গুজরাত সরকারের সিদ্ধান্তে প্রতিবাদে ঝড় ওঠে দেশজুড়ে। রায় পুর্নবিবেচনার আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। স্রেফ রায় খারিজই নয়, চলতি বছরের জানুয়ারি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ধর্ষকদের মুক্তি দেওয়া সংক্রান্ত নির্দেশের অপব্যবহার হয়েছে। নিজের রায় খারিজ করে সুপ্রিম কোর্ট। সঙ্গে নির্দেশ, ১৪ দিনের মধ্যেই ফের জেলে ফিরে আসতে হবে ১১ জন অপরাধীকে। তীব্র ভর্ৎসনা করা হয় গুজরাট সরকারকেও।

error: Content is protected !!