সুপ্রিমকোর্টের ওয়েবসাইট জাল! নোটিস জারি করে সতর্ক করল শীর্ষ আদালত
এবার শীর্ষ আদালতের ওয়েবসাইটাই জাল করা হয়েছে। এই মর্মে পাবলিক নোটিস ইস্যু করল সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি। জনসাধারণ যাতে হ্যাকারদের খপ্পরে না পড়ে সে কারণে এই নোটিস জারি করা হয়েছে। আজ, বৃহস্পতিবার সকালে শীর্ষ আদালতের তরফে জারি করা ওই নোটিসে জানানো হয়েছে, ব্যক্তিগত তথ্য হাতানোর জন্য সুপ্রিম কোর্টের জাল ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইট থেকে লিংক পাঠানো হচ্ছে। সেই লিংকে ক্লিক করলেই বিপদে পড়তে পারেন সাধারণ মানুষ। ওই নোটিসে আরও জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের কোন ওয়েবসাইটের তরফ থেকে কখনই কোনও ব্যক্তির কাছ থেকে তাঁর ব্যক্তিগত তথ্য যেমন পরিচয় পত্র, ব্যাংক সংক্রান্ত তথ্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের তথ্য ইত্যাদি চাওয়া হয় না। এছাড়াও ওই নোটিসে উল্লেখ করা হয়েছে, কেউ যদি ভুল করেও ওই জাল ওয়েবসাইটে ঢুকে পড়েন সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে তৎক্ষণাৎ তাঁর ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, বা ই-মেইল ইত্যাদির পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্তের জন্য বিভিন্ন তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে বলে ওই নোটিশে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার(টেকনোলজি) হারগুরভারিন্দার সিং জাগ্গি।