৩ ফেব্রুয়ারী থেকে খুলে যাবে স্কুল- কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে অধোঃগামী করোনা গ্রাফ। এই পরিস্থিতিতে করোনা বিধি-নিষেধের ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে আগামী ৩ ফেব্রুয়ারী থেকে স্কুলগুলিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত খুলে দেওয়া হবে। একই সঙ্গে খুলছে কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক এবং আইটিআই শিক্ষা প্রতিষ্ঠানগুিলও৷ আজ নবান্নের সভাঘর থেকে তেমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘৩১ তারিখ পর্যন্ত রেস্ট্রিকশন ছিল, আজকে আবার ১ থেকে ১৫ ফেব্রুয়ারী করা হয়েছে। তাতে অনেকগুলো ছাড় দেওয়া হয়েছে। ওয়ার্ক ফ্রম হোম যেটা ৫০ শতাংশ ছিল সেটা ৭৫ শতাংশ করা হল। যেহেতু কোভিড এখানে অনেকটাই কম আছে এবং মানুষও সচেতন হয়েছে। সাধারণ মানুষকে অভিনন্দন, যারা কোভিড ওয়ারিওর তাদেরকেও আমার

অভিনন্দন। সিনেমাহল, যাত্রা সব ক্ষেত্রে ৭৫ শতাংশ করা হল। রাতে যে রেস্ট্রিকশন ছিল ১০টা থেকে সেটা ১১টা থেকে ভোর ৫টা করে দেওয়া হল। স্কুলগুলোর ক্ষেত্রে এইট, নাইন, ইলেভেন, টুয়েলভ, কলেজ, ইউনিভার্সিটি এগুলো ৩ তারিখ থেকে শুরু হয়ে যাবে।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু ৪ তারিখ থেকে যাতে সব স্কুলেই সরস্বতী পুজোর আয়োজন করতে পারে পড়ুয়ারা, সেকথা মাথায় রেখেই ৩ তারিখ থেকে স্কুল আংশিকভাবে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কারণ, ৪, ৫ এবং ৬ তারিখে সরস্বতী পুজো উপলক্ষে সব স্কুলই বন্ধ থাকবে৷ প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো রয়েছে৷ এছাড়াও পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর ক্ষেত্রে পাড়ায় শিক্ষালয় চালু করে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রাইমারী সেকশনের ক্ষেত্রে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলেই জানালেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন যে সরকারি এবং বেসরকারি সব অফিসেই ৭৫ শতাংশ কর্মচারী নিয়ে কাজ করা যাবে এবার থেকে। খেলার মাঠে, কালচারাল প্রোগ্রামে, সামাজিক অনুষ্ঠান ৭৫ শতাংশ সিটিং ক্যাপাসিটি নিয়ে অনুষ্ঠিত হতে পারে। এই নয়া বিধিনিষেধ জারি থাকবে ১ থেকে ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত। কলকাতা থেকে দিল্লি ও মুম্বইয়ের ফ্লাইট ফের সপ্তাহে প্রতিদিন উড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এর আগে সপ্তাহে ৩ দিন এই রুটে বিমান চলাচল করছিল ৷

একনজরে দেখে নিন রাজ্যের নয়া বিধি নিষেধ –

🔴৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়
🔴৭৫ শতাংশ লোক নিয়ে ওয়ার্ক ফ্রম হোমে ছাড়।
🔴৭৫ শতংশ কর্মচারী নিয়ে খুলতে পারবে সরকারি ও বেসরকারি অফিস।
🔴৭৫ শতাংশ লোক নিয়ে খুলতে পারবে রেস্টুরেন্ট, বার, সিনেমা হল।
🔴পার্ক, বিনোদন পার্ক আপাতত খুলে দেওয়া হচ্ছে। ১৫ ফেব্রুয়ারির পর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে সরকার।
🔴৭৫ শতাংশ লোক নিয়ে স্পোর্টস অ্য়াক্টিভিটি করা যাবে।
🔴৭৫ শতাংশ মানুষ নিয়ে সাংস্কৃতিক এবং রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ মতো রাস্তার মিটিং, মিছিল ২০০ জনকে নিয়েই করতে হবে।
🔴কলকাতা থেকে মুম্বই এবং দিল্লির বিমানে বিধিনিষেধ উঠল। বেঙ্গালুরুতে করোনা গ্রাফ ঊর্ধমুখী থাকায় কলকাতা-বেঙ্গালুরু বিমানে কড়াকড়ি বহাল থাকছে। 
🔴কলকাতা-ব্রিটেন বিমান চলাচলেও বিধিনিষেধ উঠল। তবে RTPCR বাধ্যতামূলক।
🔴স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু হচ্ছে। বছরে ৬ হাজার ইন্টার্নকে নেওয়া হবে। তাদের মাসে ৫ হাজার টাকা করে সম্মানিক দেওয়া হবে।
🔴রাজ্যে তৈরি হচ্ছে ‘জয়হিন্দ বাহিনী’। জঙ্গল মহল, শিলিগুড়ি, কলকাতা, ব্যারাকপুর জোনে ভাগ করা হবে। নেতাজির তৈরি ‘আজাদ হিন্দ ফৌজ’-এর পোশাক এই বাহিনীকে দেওয়া হবে। স্বামী বিবেকানন্দের উন্নততর মানুষ তৈরির চেষ্টা এই বাহিনীর কাজ হবে।