
প্রবল শৈত্যপ্রবাহের জেরে উত্তর ভারতে একাধিক রাজ্যের স্কুলে শীতকালীন ছুটি ঘোষণা
উত্তর ভারতে চলছে প্রবল শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় বাড়ছে দুর্ঘটনা। দৃশ্যমানতা শূন্যের কাছে। প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরভারত। এর জেরেই উত্তর ও পূর্ব ভারতের একাধিক রাজ্যে শীতকালীন ছুটি ঘোষণা করা হল।
উত্তরপ্রদেশ -৩১ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত স্কুলে শীতকালীন ছুটির ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার আলিগড়ের সমস্ত স্কুল বন্ধ থাকবে। গাজিয়াবাদ ও মথুরায় অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাসের সময় পরিবর্তন করা হয়েছে।বুধবার ঘন কুয়াশার কারণে উত্তরপ্রদেশে পরপর দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮। আহত হয়েছেন ৩০ জন।
দিল্লি -বায়ুদূষণের কারণে ৯ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত আগেভাগেই শীতকালীন ছুটির ঘোষণা করেছিল দিল্লির সরকার। এবার শৈত্যপ্রবাহের কারণে পয়লা জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ফের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হল।
পঞ্জাব -২৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঞ্জাবের স্কুলগুলিতে শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছিল। পয়লা জানুয়ারি থেকে স্কুল খুলবে। কিন্তু আবহাওয়ার দিকটি বিবেচনা করে ফের স্কুল বন্ধের ঘোষণা করা হতে পারে।
হরিয়ানা -সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল পয়লা থেকে ১৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বন্ধ থাকবে।
রাজস্থান -২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২৩ পর্যন্ত শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে সমস্ত স্কুলে।