হাইভোল্টজ নন্দীগ্রামে জারি ১৪৪ ধারা
নন্দীগ্রামে জারি হল ১৪৪ ধারা। কমিশন জানিয়েছে, নন্দীগ্রামের ৩৫৫টি বুথই স্পর্শকাতর। আর তার জেরেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে এই নির্দেশ কার্যকর করা হবে। ফলে ভোটের নন্দীগ্রামে এক সঙ্গে পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না। নজরদারিতে মোতায়েন রয়েছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আকাশ পথে হেলিকপ্টারেও চলছে নজরদারি। ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে হলদিয়ার এসডিপিওকে বদলির নির্দেশ দেওয়া হয়। নন্দীগ্রাম ৭৫% বুথে ওয়েবকাস্টিংয়ের নিয়ন্ত্রণে থাকছে। ফলে ৩৫৫টি বুথের মধ্যে ২৬৭টি বুথে লাগানো থাকছে ক্যামেরা। এই ক্যামেরায় যে ভিডিও উঠবে সেটা সরাসরি নির্বাচন কমিশন দেখতে পাবে। প্রতিটি বুথে থাকছে একজন করে মাইক্রো অবজার্ভার।