
আগামী ৫ নভেম্বর নবান্নে নিরাপত্তা পরিষদের বৈঠক স্থগিত, আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক স্থগিত হয়ে গেল। ৫ নভেম্বর নবান্নে ওই বৈঠক হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে উপস্থিত থাকবেন বলে ঠিক ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু কাজ রয়েছে বলে ওইদিন তিনি আসতে পারবেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এমনটাই জানিয়ে দিয়েছে নবান্নকে। তবে ওই বৈঠক বাতিল হচ্ছে না। দু’একদিনের মধ্যে সামগ্রিক বিষয়টি সরকারিভাবে চিঠি দিয়ে রাজ্য সরকারকে জানিয়ে দেবে কেন্দ্র। এমনটাই জানা গিয়েছে।