কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হল বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার, জল্পনা তুঙ্গে

কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হল বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ কথা জানালেন অনুপম নিজেই। ফেসবুকে বিজেপি নেতা লেখেন, সিকিউরিটি তুলে নেওয়া হল, নাকি নভেম্বর মাসের কোনও এক ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর অনুরোধে এটা হল। সেটা জেনে খবরটা ভালো করে করা দরকার। আর কিসের কিসের জন্য অনুরোধ করেছি সেটা সময় বলবে। অনেক খেলা বাকি আছে। এক এক ব্যাটসম্যানের খেলা এক এক রকমের। অনুপমের পোস্টে খেলার প্রসঙ্গ ওঠায় অনেকে প্রশ্ন তুলেছেন, তবে কি অনুপম তৃণমূলে ফিরতে চলেছেন। বেশ কিছুদিন ধরে রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে কথা বলতে শোনা যাচ্ছে অনুপমকে। এমনকী দলে থেকেও চোরমুক্ত বিজেপির ডাক দিয়ে একাধিকবার নানা বিস্ফোরক মন্তব্যও করেছেন বিজেপি নেতা। বিভিন্ন বিষয়ে দলবিরোধী মন্তব্য করে রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছিলেন তিনি। বিজেপির মধ্যেই অনুপমকে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছিল। এরই মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের এমন সিদ্ধান্তে জল্পনা তৈরি হয়েছে অনুপমকে নিয়ে। বিজেপি সূত্রে খবর, এত দিন কেন্দ্রের ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পেতেন তিনি। গত ৫ ডিসেম্বর অনুপমকে জানিয়ে সেই নিরাপত্তা তুলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, এরপরেই বোলপুর ছেড়ে দিল্লি চলে গিয়েছেন প্রাক্তন সাংসদ। ইদানীং একের পর এক মন্তব্যে রাজ্য বিজেপিকে অস্বস্তিতে ফেলে যাচ্ছিলেন অনুপম। বিশ্বভারতীর ফলক বিতর্কের সময়ে তিনি শান্তিনিকেতনে তৃণমূলের ধর্নামঞ্চে চলে যান। তৃণমূল নেতাদের সঙ্গে কথাও বলেন। তার আগে রামপুরহাট এবং পরে খয়রাশোলে দু’টি বিজয়া সম্মিলনীতে যোগ দেওয়ার কর্মসূচি ছিল অনুপমের। তার মাঝে তিনি ফেসবুক লাইভে রাজ্য নেতৃত্বকে তীব্র আক্রমণ করেন। অভিযোগ করেন, রাজ্য সভাপতি, সাধারণ সম্পাদক (সংগঠন)-এর মদতেই জেলা বিজেপিতে অরাজকতা চলছে। জেলা সভাপতি ধ্রুব সাহা লোক দিয়ে তাঁর প্রাণনাশের চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন অনুপম। সেই সঙ্গে জেলারই এক নেতা তাঁর ‘জাত’ উল্লেখ করে আক্রমণ করেছে, এমন অভিযোগ তুলে এর বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা বলেন অনুপম। 

error: Content is protected !!