ইউক্রেনের কাছে বিপুল সেনা জড়ো করছে রাশিয়া

ইউক্রেনের কাছে বিপুল সেনা জড়ো করছে রাশিয়া। ইউক্রেনে কি তবে হামলা করবেই রাশিয়া?‌ ম্যাক্সারের উপগ্রহ চিত্র সে ইঙ্গিতই দিচ্ছে। এখন প্রশ্ন, হামলা হবে কবে? তাতে দেখা গিয়েছে, ইউক্রেনের পড়শি দেশ বেলারুস, ক্রাইমিয়া, পশ্চিম রাশিয়াতে বিপুল বাহিনী মজুদ করেছে রাশিয়া। ১০ ফেব্রুয়ারির উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ক্রাইমিয়ার অক্টিয়াব্রস্কোই বিমানঘাঁটিতে বিপুল বাহিনী রয়েছে। সঙ্গে রয়েছে যুদ্ধের সরঞ্জাম। অন্যদিকে ওই দেশেরই সিমফারোপোলের উত্তরে পরিত্যক্ত বিমান ঘাঁটিতে অন্তত ৫৫০টি তাঁবু ফেলা হয়েছে। পাশাপাশি বহু যানবাহনও ধরা পড়েছে উপগ্রহচিত্রে। পরিত্যক্ত ওই ঘাঁটিতে কেন এত তৎপরতা, সেই নিয়েই বাড়ছে সন্দেহ।
ক্রাইমিয়ার উত্তর–পশ্চিম উপকূলে স্লাভনে শহরের কাছে এবং নোভুজেরনয়ের কাছেও প্রচুর বাহিনীর আনাগোনা

দেখা গিয়েছে। অন্যদিকে বেলারুসের জিয়াব্রভকা বিমানঘাঁটিতেও হেলিকপ্টার, সেনার যান, বাহিনীর অস্তিত্ব টের পাওয়া গিয়েছে। সেখান থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে রয়েছে ইউক্রেন সীমান্ত। পশ্চিম রাশিয়াতেও একই ছবি ধরা পড়েছে উপগ্রহতে। সেখান থেকে ইউক্রেন সীমান্ত ১১৬ কিলোমিটার দূরে। শনিবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘণ্টারও বেশি সময় ধরে টেলিফোনে কথা বলেন রাশিয়ার নেতা ভ্লাদিমির পুটিনের সঙ্গে। কিন্তু ঐক্যমত্যে পৌঁছনো যায়নি। পশ্চিমী সংবাদ মাধ্যমের দাবি, ফোনে বাইডেন স্পষ্ট জানিয়েছেন, রাশিয়া সংযম না দেখালে ফল হবে তাদের ক্ষেত্রে ধ্বংসাত্মক। যদিও ক্রেমলিন বরাবরেই মতোই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ফোনালাপকে ঔপচারিকতা হিসেবেই বর্ণনা করেছে। আমেরিকার ‘হুমকি’কেও পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করছে না মস্কো।

error: Content is protected !!