ইকুয়েডরকে ২-১ গোলে হারালো সেনেগাল
সেনেগাল ২-১ হারাল ইকুয়েডরকে। তিন ম্যাচে সাত পয়েন্ট পেয়ে ডাচরা শীর্ষ স্থানে শেষ করে চলে গেলে রাউন্ড অফ সিক্সটিনে। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেমে ‘অরেঞ্জ আর্মি’র সঙ্গে প্রি-কোয়ার্টারে চলে গেল আফ্রিকান চ্যাম্পিয়নরা। শেষের পর্যায়ে এসে গেল কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব। টুর্নামেন্টের প্রথম দল হিসাবে ইতিমধ্যেই ছিটকে গিয়েছিল আয়োজক দেশ। মঙ্গলবারের পর সেই তালিকায় নাম লেখাল ইকুয়েডরও। গ্রুপ এ থেকে নকআউট পর্বে চলে গেল নেদারল্যান্ডস ও সেনেগাল । আগামী পর্বে এই দুই দলের বিরুদ্ধে কারা খেলতে নামবে, সেই উত্তর পাওয়া যাবে আজই। গ্রুপ বি থেকে যে দুই দল প্রি কোয়ার্টার ফাইনালে উঠবে, তাদের বিরুদ্ধেই নামতে হবে নেদারল্যান্ডস ও সেনেগালকে।