রাশিয়া যুদ্ধ ঘোষণা করতেই শেয়ার বাজারে ধস

রাশিয়া যুদ্ধ ঘোষণা করতেই ধস শেয়ার বাজারে। বাজার খুলতেই ২০০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স। নিফটিতেও বড় পতন। একের পর এক বড় কোম্পানির শেয়ারের দাম পড়তে শুরু করেছে। শুধুমাত্র দেশের শেয়ার বাজারই নয়, আন্তর্জাতিক বাজারেও যুদ্ধের প্রভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রভাব পড়েছে আন্তর্জাতির তেলের বাজারেও। সবমিলিয়ে রাশিয়ার সেনা অভিযানের ঘোষণার পরই বিরাট ধাক্কা খেয়েছে বাজার। বাজার খোলার কিছুক্ষণের মধ্যে প্রায় ২০০০ পয়েন্ট পড়ে গেলেও বেলা গড়াতেই কিছুটা ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত ১৭৫৪ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৫ হাজার ৪৭৭ পয়েন্টে। আর ৫১৫ পয়েন্ট পড়ে নিফটি দাঁড়ায় ১৬ হাজার ৫৪৮ পয়েন্টে। বাজার খোলার সঙ্গে সঙ্গে মাথায় হাত পড়ে লগ্নিকারীদের। ক্ষতির মুখে পড়েছে টাটা স্টিল, আদানির বন্দরের শেয়ার, টাটা মোটরস, ইউপিএল এবং ইন্ডাসিন্ড ব্যাংক। আদানি বন্দরের শেয়ার সূচক ৩.৫০ শতাংশ পতন হয়ে শেয়ারের দর ৬৮২ টাকায় কমে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের মূল্য ১০০ ডলার পার করল। ২০১৪ সালের পর এই প্রথম ব্রেন্ট ওয়েলের দাম এক ধাক্কায় এতটা বাড়ল। জাপানের নিক্কেই ২.১৭ শতাংশ পতন হওয়ায়, এশিয়ান শেয়ার মার্কেটেও শেয়ার বাজারের সূচক নিম্নমুখী। দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচকেরও ২.৬৬ শতাংশ পতন হয়েছে।

error: Content is protected !!