ম্যাচে ড্র হল সার্বিয়া-ক্যামেরুন ম্যাচ

প্রথমে গোল করে ক্যামেরুন। সেই গোল শোধ করে দু’গোলে এগিয়ে গেল সার্বিয়া। পিছিয়ে থেকেও শেষের দিকে খেলায় সমতা ফেরাল ক্যামেরুন। দ্বিতীয়ার্ধে শুরু থেকে বেশি আক্রমণাত্মক খেলা শুরু করে সার্বিয়া। ক্যামেরুন কিছুটা চাপে পড়ে যায়। ৫৯ মিনিটের মাথায় দলের তৃতীয় গোল করেন মিত্রোভিচ। মিত্রোভিচ অসাধারণ গোল করে সার্বিয়াকে ৩-১ এগিয়ে দিয়েছিলেন। কেউ ভাবতে পারেনি যে, ক্যামেরুন এই ম্যাচে ফিরতে পারে। আফ্রিকার দল সকলকে চমকে দিয়ে স্কোরলাইন ৩-৩ করে। ৬৩ মিনিটে আবুবকর ও ৬৬ মিনিটে মোটিং গোল করে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দেন। শেষ পর্যন্ত ড্র হল ম্যাচ। এই ড্রয়ের ফলে গ্রুপ জি থেকে শেষ ষোলোয় যাওয়ার রাস্তা আরও সহজ হল ব্রাজিলের।

error: Content is protected !!